তুই যে আমার টুকরো আকাশ
রাস পূর্ণিমার চাঁদ,
দোলনচাঁপার রঙ মাখানো
পলাশবাড়ির ছাদ।
তুই যে আমার শেষ শরতে
কাঠগোলাপের ঘ্রাণ,
তোর মাঝেতেই পাইরে খুঁজে
নব্য স্বাধীন প্রাণ।
কাছে এসেই কাছের মানুষ
হয় কি সবাই, বল?
দূরে থেকেও খুব যে কাছের
তার সোহাগেই চল্।
মায়া – মোহ –মন্দ ভুলে
এই যে ভালোবাসি!
দেখেও বুঝি চুপটি থাকিস্?
দিস আড়ালে হাসি?
তুই তো ছিলি, আছিস আজও
আমার মনের গহীনে,
তোর মাঝেতেই সুখের স্বর্গ
যায় না থাকা তুই বিনে।
আমার মতোন অমন করে
আর কে ভালোবাসবে, বল?
আঁকড়ে ধরে আগলে তোকে
নীল সীমানায় হারাই, চল।