নীল কলমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

| বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ at ১১:৪৩ পূর্বাহ্ণ

সৃজনশীল সাহিত্য চর্চার মঞ্চ ‘নীল কলম’ আয়োজিত ‘বজ্র মানিক দিয়ে গাঁথা’ শীর্ষক কবিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ৯ আগস্ট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ঢাকা ও চট্টগ্রামের কবিসাহিত্যিকদের উপস্থিতিতে সম্পন্ন হয় প্রতিষ্ঠাবার্ষিকীর শ্রাবণ সন্ধ্যাটি। উৎসব উদ্বোধন করেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফ। আবৃত্তিশিল্পী দিলরুবা খানম ছুটির উপস্থাপনায় শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন নীল কলম সদস্যবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন সভাপতি কবি মাহবুবা চৌধুরী।

কয়েক পর্বে বিভক্ত এ অনুষ্ঠানের অতিথি ছিলেন কবি খুরশীদ আনোয়ার, কবি বদিউল আলম, কবি নাট্যকার অভীক ওসমান, কথাসাহিত্যিক দীপক বড়ুয়া, কবি রিজোয়ান মাহমুদ, কবি এজাজ ইউসুফী, কবি আকতার হোসাইন, কবি ইউসুফ মুহাম্মদ, কবি জিন্নাহ্‌ চৌধুরী, কথাসাহিত্যিক নাসের রহমান, শিশুসাহিত্যিক উৎপল কান্তি বড়ুয়া, প্রাবন্ধিক এস এম মোখলেছুর রহমান, কবি সাইফুদ্দিন সাকী, সংগঠক মহসীন চৌধুরী, গৌতম কানুনগো, মাহবুব পলাশ, জিতেন্দ্র লাল বড়ুয়া, সোহেলা মাহমুদ, ইফতেখার মারুফ, লিটন দাশ শিবু, অরূপ কুমার বড়ুয়া, নান্টু বড়ুয়া, সেলিম তালুকদার আকাশ, সালাম সৌরভ প্রমুখ।

এতে নীল কলম ম্যাগাজিন সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। এরপর নীল কলম ইভেন্ট এডমিন ও আজীবন সদস্যদের স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে কবিতা ও গানে অংশ নেন সুমি দাশ, শিরিন আফরোজ, রায়হানা হাসিব, স্মরণিকা চৌধুরী, মাহবুবা ছন্দা, সুপ্রিয় কুমার বড়ুয়া, মারজিয়া খানম সিদ্দিকা, সিমলা চৌধুরী, প্রতিমা দাশ, সুচিত্রা ভট্টাচার্য, শর্মি বড়ুয়া, মেরিনা সুলতানা, পারভীন লুসি, নুরুন্নাহার ডলি, আসমা সুলতানা, তটিনী বড়ুয়া, শামীম ফাতেমা মুন্নী, সুবর্ণা দাশ মুনমুন, নাসিম আখতার রিনা, পারভীন আক্তার, লিপি তালুকদার, জেবারুত সাফিনা, মিতা পোদ্দার, নীলিমা ইসলাম, নিগার সুলতানা, হৈমন্তী তালুকদার, রেহানা আক্তার, ফারহানা ইসলাম রুহি, জাহির মুনমুন, আলমগীর হোসেন, তানভীর হাসান বিপ্লব, সুমাইয়া আক্তার, সুইটি চৌধুরী পূর্বা, হামিদা নিরু, সৌভিক চৌধুরী, আমাতুর নূর আশা, শাহাদাত হোসেন সাহেদ, তাহেরা বেগম, প্রফেসর অঞ্জলি বড়ুয়া, কামরুন নাহার রোজী, সিমলা ঘোষ, সুপর্ণা লিপি বড়ুয়া, কাজী নাজরিন, খালেছা খানম, শম্পা সারা, নিশাত হাসিনা শিরিন, কেফায়েত উল্লাহ কায়সার, জাহেদ কায়সার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে নিষিদ্ধ পলিথিন জব্দ
পরবর্তী নিবন্ধরাউজানে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর দিনভর সেবা কার্যক্রম