এবারই প্রথম কোনো নির্বাচনে লড়েছেন ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়ক যশ দাশগুপ্ত। বিজেপির পক্ষে হুগলীর চণ্ডীতলা কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন তিনি। কিন্তু বড় ব্যবধানে হেরে গেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বাতী খান্দেকরের কাছে। ভোটে হেরে নিশ্চুপ হয়ে গেছেন এই অভিনেতা। এদিকে বিশেষ বন্ধু যশ দাশগুপ্তের হারে কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত দেখাননি তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহানও। আসলে গত চারদিন ধরে কোনো পোস্ট নেই এই নায়িকার সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাজনৈতিক মতাদর্শে ভিন্ন হলেও এই এক বিষয়ে দুই তারকার মিল দৃষ্টি আকর্ষণ করেছে নেটিজেনদের। কৌতূহল জেগেছে তাদের মনে। উত্তপ্ত রাজ্য-রাজনীতিই কি যশ-নুসরাতের মৌনতার কারণ? উঠছে এমন প্রশ্নও। কিন্তু উত্তর মেলেনি কোনো তরফ থেকেই। ভোটে হেরে যশ কি সত্যিই মুষড়ে পড়েছেন? এর উত্তর সময়ই দেবে। যদিও এর আগে যশ-নুসরাত নিজেরাই বলেছিলেন, রাজনৈতিক আদর্শ ভিন্ন হলেও তাদের বন্ধুত্বে এর কোনো ছাপ পড়বে না। কাজেই নির্বাচন যেহেতু শেষ, অনুরাগীরা আবার তাদের যুগলমূর্তি দেখার অপেক্ষায়।