নীরব চোখের ভাষায়

কাজী নাজরিন | বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ at ৮:২৩ পূর্বাহ্ণ

মাতাল প্রেমে মন মজেছে

নীরব চোখের ভাষায়

সোহাগ পাবো আকাশসম

অপেক্ষা সেই আশায়।

 

নীরব চোখে প্রেম দেখেছি

মন ভোলানো রঙে

প্রজাপতির মতো ছুটে

ফুল পাখিদের সঙ্গে।

 

আলতো হাতে ছুঁয়ে দিলে

ঠোঁট জোড়াতে উষ্ণতা

শিহরিত মন ফাগুনে

বইছে প্রেমের আলপনা।

পূর্ববর্তী নিবন্ধঅমাবস্যার চাঁদ
পরবর্তী নিবন্ধআমার আত্মাটা কই রাখছো?