‘নীরবতা সম্ভব না’

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২৮ জুলাই, ২০২২ at ৬:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে রিজোয়ান রাজনের নবধারার মূকাভিনয় ‘নীরবতা সম্ভব না’ আগামী ৬ আগস্ট সন্ধা ৭টায় মঞ্চস্থ হবে। মূকাভিনয়ের প্রচলিত ধারার বিপরীতে বাংলা বর্ণনাত্মক রীতি অনুসরণ ও প্রাচীন গ্রিক মূকাভিনয়ের ধারায় দৃশ্যকাব্য উপস্থাপন রিজোয়ানের মূকাভিনয়ের বৈশিষ্ট্য।
এ প্রযোজনায় তিনটি ভিন্ন ভিন্ন গল্পের মূকাভিনয় দেখা যাবে। এগুলো হলো ‘প্রাণ প্রকৃতি’, ‘অনীল কাকা’ ও ‘যীশু আবার’। সমাজের অনিয়ম, দুর্নীতি, বিচারহীনতা, সাম্প্রদায়িক সহিংসতা ও সমসাময়িক বৈশ্বিক প্রেক্ষাপটে মূকাভিনয়গুলো নির্মাণ করা হয়েছে।প্রযোজনাটির সঙ্গীত পরিকল্পনা করেছেন রাজ ঘোষ, পোশাক পরিকল্পনা তামিমা সুলতানা ও আলোক পরিকল্পনা করেছেন শাখাওয়াত শিবলী। প্রযোজনা অধিকর্তা হিসাবে আছেন সোলেমান মেহেদী।

পূর্ববর্তী নিবন্ধবয়স বাড়ে, মন বুড়ো হয় না : সৈয়দ হাসান ইমাম
পরবর্তী নিবন্ধশাকিব ও সাকিব