নীরবতা ভাঙলেন রমিজ রাজা

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৭ ডিসেম্বর, ২০২২ at ৮:২৬ পূর্বাহ্ণ

পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত হওয়ার পর নীরবতা ভাঙলেন রমিজ রাজা। সমালোচনা করলেন নতুন ম্যানেজমেন্ট কমিটির। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘ক্রিকেটে রাজনৈতিক হস্তক্ষেপ করা উচিত নয়। এটা ক্রিকেটারদের সঙ্গে আচরণের খুবই অসম্মানজনক উপায়। নাজাম শেঠিকে বসানোর জন্য পাকিস্তান সরকার পিসিবির পুরো সংবিধান বদলে দিয়েছে। আমি আমার জীবনে এরকম কিছু কখনোই দেখিনি।’ পিসিবির নতুন ম্যানেজমেন্ট কমিটির নেতৃত্ব দিচ্ছেন নাজাম শেঠি। তবে রমিজ রাজার মতে, নাজাম শেঠির ক্রিকেটের প্রতি কোনো আগ্রহ নেই। তিনি বলেন, ‘নাজাম শেঠি জানেন না তিনি কয় মাস পিসিবিতে থাকবেন। পাকিস্তান ক্রিকেট নিয়ে তার কোনো আগ্রহই নেই। তিনি কেবল পিসিবিতে ক্ষমতা চান।

 

 

নাজাম শেঠি পিসিবির হেডকোয়ার্টারে এমনভাবে আক্রমণ করেছিলেন যে, আমি আমার অফিস থেকে মালামাল পর্যন্ত নিতে পারিনি।’ পিসিবির এই পালাবদল পাকিস্তান অধিনায়ক বাবর আজমের ওপর চাপ বয়ে আনতে পারে বলে ধারণা রমিজ রাজার। পিসিবির সাবেক চেয়ারম্যান বলেন, ‘আমি কর্তৃত্বপূর্ণ অধিনায়কে বিশ্বাসী কিন্তু বাবর আজমকে তার অধিনায়কত্বে উন্নতি আনতে হবে। পিসিবির নতুন শ্রেণিবিন্যাস বাবরের উপর চাপ প্রয়োগ করবে। কারণ অধিনায়ককে এখন পিসিবির নতুন ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করতে হবে চলতি মৌসুমে। ’

পূর্ববর্তী নিবন্ধপুরুষদের টেস্ট ম্যাচে প্রথম যা ঘটলো
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন