নীতি সুদহার অপরিবর্তিত রেখে চলতি ২০২৪–২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলন করে এই মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর আহসান এইচ মনসুর। গভর্নর জানান, চলতি ২০২৪–২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধে (জানুয়ারি–জুন) নীতি সুদহার আগের ১০ শতাংশই থাকবে এবং সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত থাকবে। তিনি বলেন, দেশে উচ্চ মূল্যস্ফীতি ভোগাচ্ছে দীর্ঘদিন ধরে। নানা পদক্ষেপের সঙ্গে সুদহার বাড়িয়েও তা নিয়ন্ত্রণ করা যায়নি। খবর বাংলানিউজের। গভর্নর বলেন, জুন মাসের মধ্যে মূল্যস্ফীতি ৮ শতাংশের নীচে নামিয়ে আনা হবে। এ লক্ষ্য জন্য এক্সচেঞ্জ রেট স্থিতিশীল রাখা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ পতন বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ভাল ফলও পাওয়া গেছে। শ্রীলংকায় মূল্যস্ফীতি কমেছে বাংলাদেশে কমছে না কেন, এমন প্রশ্নের জবাবে আহসান এইচ মনসুর বলেন, শ্রীলংকা ধ্বংস হয়ে গেছে। আমাদের অর্থনীতি ধ্বংস হয়নি। শ্রীলংকার মতো বাংলাদেশের মূল্যস্ফীতি ৬০ শতাংশে ওঠেনি।
তিনি বলেন, শ্রীলংকা যেখানে নেমেছিল, আমাদের অর্থনীতি সেখানে নামেনি। বাংলাদেশের অবস্থা শ্রীলংকা বা পাকিস্তানের মতো এত খারাপ নয়। দেশ দুটির সঙ্গে আমাদের তুলনা যৌক্তিক নয়।