রাঙ্গুনিয়ার প্রবীণ রাজনীতিবিদ, সাবেক পদুয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলম চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। আওয়ামী লীগ, সহযোগী সংগঠন, স্মৃতি সংসদ ও পরিবারের পক্ষ থেকে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল, কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও স্মরণসভাসহ নানান কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে গত ৩০ জুলাই বিকেলে রাজারহাটে পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও মাহাবুব চেয়ারম্যান স্মৃতি সংসদের যৌথ উদ্যোগে স্মরণ সভা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ বদিউজ্জামানের সভাপতিত্বে ও স্মৃতি সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সমপ্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের ছোট ভাই ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মৎস্য খামারি এরশাদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ দুলাল দাশ। স্বাগত বক্তব্য দেন স্মৃতি সংসদের সহ সভাপতি ডা. জসীম উদ্দিন। বক্তব্য রাখেন আওয়ামী সহ সভাপতি এমদাদ হোসেন চৌধুরী, কাজী আমিনুল হক, ডা. তারকেশ্বর দাশ, যুগ্ম সম্পাদক মাস্টার মো. রফিক, ডা. আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাস্টার ছাবের আহাম্মদ, ইউপি প্যানেল চেয়ারম্যান জাহিদ হাছান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা অঞ্জন বিশ্বাস, আহম্মদ বশর, মতিউর রহমান, সত্যজিত দাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কামাল উদ্দিন, সাঈয়েদুল আলম, সাখাওয়াত হোসেন, তারেক উদ্দিন রানা, মোহাম্মদ সুমন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা বেদারুল আলম চৌধুরী বেদার প্রমুখ। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা নুরুল আজিম। সভায় প্রধান অতিথি এরশাদ মাহমুদ বলেন, মাহাবুব চেয়ারম্যান রাঙ্গুনিয়ায় ছাত্রলীগ প্রতিষ্ঠাকালীন সময় থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ, পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকান্ড পরবর্তী দুঃসময়ে আওয়ামী লীগের রাজনীতিকে এগিয়ে নেয়াসহ সততা নীতি আদর্শ ও বঙ্গবন্ধুর প্রশ্নে আমৃত্যু অবিচল ছিলেন। তার মতো জনবান্ধব নেতা বর্তমান সময়ে রাজনীতিতে বিরল। প্রেস বিজ্ঞপ্তি।