বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. শামসুল আলম বলেছেন, রাজনীতি ও প্রশাসন থেকে দুর্নীতি, স্বজনপ্রীতি, অনৈতিকতা দূর করে নীতি, আদর্শ এবং দেশপ্রেমের ভিত্তিতে রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। জনগণের সেবার মানসিকতা নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। নিজেদের মধ্যে গ্রুপিং না করে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে হবে।
বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নগরীর ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির ‘সি’ ইউনিটের উদ্যোগে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির ‘সি’ ইউনিটের সভাপতি হোসেন সওদাগর এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুর মুহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সহ–দপ্তর সম্পাদক মো. খোরশেদ, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সেকান্দর, আহ্বায়ক মো. ইমরান, মো. আব্দুল কাদের ও মো. মহিউদ্দিন মিজান। এছাড়াও উপস্থিত ছিলেন রাজা মিয়া, আরিফুল ইসলাম ডিউক, শহীদ কাজেমী, আতিক, মোঃ সেলিম, হালিম, আজিজ, মাহমুদুর রহমান পাখি, ছবুর, এস এম ফারুক, আলাউদ্দিনসহ ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতাকর্মীরা। প্রেস বিজ্ঞপ্তি।
 
        
