নীতি-আদর্শে অবিচল ছিলেন সাংবাদিক শোয়েব খান

প্রেস ক্লাবের শোক সভায় বক্তারা

| রবিবার , ২৭ ডিসেম্বর, ২০২০ at ১০:১৩ পূর্বাহ্ণ

সাংবাদিক এস এম শোয়েব খানের শোকসভায় বক্তারা বলেন, নীতি-আদর্শে অবিচল থেকে সারাজীবন সাংবাদিকতা পেশায় নিজেকে আত্মনিয়োগ করেছেন। তিনি বহুগুণে গুণান্বিত একজন পরিপূর্ণ মানুষ ছিলেন। দীর্ঘ দেড় যুগ ধরে চট্টগ্রামস্থ ফটিকছড়ি সাংবাদিক সমিতির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি এলাকায় এতিমখানা প্রতিষ্ঠাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন।গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত শোকসভা ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী। যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় স্মৃতিচারণ করেন ক্লাবের সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সিইউজের সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, আসিফ সিরাজ, দেবদুলাল ভৌমিক, রাশেদ মাহমুদ, মো. আইয়ুব আলী, মইনুদ্দীন কাদেরী শওকত, বিশ্বজিৎ বড়ুয়া, মোহাম্মদ ফারুক। পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন মরহুমের স্ত্রী মেহের নিগার খান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে সুন্নি কনফারেন্স
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে অপহরণ মামলার আসামি ইয়াবাসহ আটক