মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট চট্টগ্রামের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের বাতিঘর ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম কফিল উদ্দিন। মুক্তিযুদ্ধের পক্ষের ঐক্যকে আরো দৃঢ় করতে তার শূন্যতা পূরণ হওয়ার নয়। গত শনিবার নগরীর দারুল ফজল মার্কেটস্থ মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটি এ সভার আয়োজন করে। বিশেষ অতিথির বক্তব্যে কমান্ডার মোজাফফর আহমদ বলেন, নীতি আদর্শের প্রশ্নে কফিল উদ্দিন ছিলেন আপসহীন। সাহেদ মুরাদ সাকুর সভাপতিত্বে ও মিজানুর রহমান সজিবের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী ছৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ফরিদ মাহমুদ। বিশেষ বক্তা ছিলেন তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আবু বক্কর চৌধুরী, আবদুল লতিফ, সরওয়ার আলম চৌধুরী মনি, কাজী মুহাম্মাদ রাজিশ ইমরান, আবু সাঈদ মাহমুদ রনি, রিপন চৌধুরী, বিবি গুল জান্নাত, হাসান মোহাম্মদ আবু হান্নান, মেজবাহ উদ্দিন আজাদ, সৈকত চক্রবর্তী, সৈয়দ মাঈনুল আলম সৌরভ, এস এম ইশতিয়াক আহমেদ রুমি, জয়নুদ্দিন জয়, জুনায়েদ আহমেদ, সাইকা দোস্ত, সৈয়দ জাফর হোসেন, সাইফুল্লাহ মাহমুদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।