‘নীতি-আদর্শের প্রশ্নে অবিচল থাকতে হয় গণমাধ্যমকর্মীদের’

মীরসরাই প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ২৯ জানুয়ারি, ২০২২ at ৭:৫৯ পূর্বাহ্ণ

গণমাধ্যম হল একটি দেশ ও সমাজের দর্পণ। আজকের সময়ে গণমাধ্যমের স্বচ্ছতা ও ন্যায়নীতি রাষ্ট্রের অন্যতম একটি স্তম্ভ। তাই নীতিআদর্শের প্রশ্নে অবিচল থাকতে হয় গণমাধ্যমের ধারক ও বাহকদের। মীরসরাই উপজেলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. ঈসমাইল খান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি বেনু কুমার দে। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি বলেন, দেশে যে উন্নয়ন হচ্ছে তার মধ্যে অন্যতম মেগা প্রকল্প বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর, যেটি মীরসরাইয়ে অবস্থিত। মীরসরাইয়ের সাংবাদিকদের এর উন্নয়ন চিত্র দেশ ও বিশ্বের কাছে তুলে ধরতে হবে। গতকাল শুক্রবার সকালে সাংবাদিক বিশ্বজিত পালের সভাপতিত্বে ও রাজীব মজুমদারের সঞ্চালনায় মীরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী, সাংবাদিক দেবদুলাল ভৌমিক, চিকিৎসক ডা. জামশেদ আলম, শিক্ষক আতিকুল ইসলাম লতিফী, সুভাষ সরকার, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, বিপুল দাশ, নয়ন কান্তিধুম, রাজু কুমার দে, ইকবাল হোসেন প্রমুখ। সম্মেলনে সভাপতি হিসেবে বিপুল দাশ ও সাধারণ সম্পাদক হিসেবে নাছির উদ্দিনের নাম ঘোষণা করা হয়। আগামী এক সপ্তাহের মধ্য নবনির্বাচিত সভাপতি/সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে শীতকালীন পিঠা-পুলি উৎসব
পরবর্তী নিবন্ধ‘পুষ্পা’র জন্য আকাশছোঁয়া পারিশ্রমিক বাড়লো আল্লু অর্জুনের