নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবি

আজ থেকে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২০ at ১১:০৯ পূর্বাহ্ণ

নিয়োগ বিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সহকারীরা। দফায় দফায় আলোচনা ও আশ্বাসের পরও দাবি পূরণ না হওয়ায় এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে স্বাস্থ্য সহকারীদের সংগঠন। দাবি আদায়ে আজ বৃহস্পতিবার (আজ) থেকে কর্মবিরতি পালনের কথা জানিয়েছেন মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারীরা। যদিও কর্মসূচির বিষয়ে বিস্তারিত বলতে চাননি সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী।
প্রসঙ্গত, আগামী ৫ ডিসেম্বর থেকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি দীর্ঘায়িত হলে এ ক্যাম্পেইনে বিঘ্ন ঘটতে পারে।

পূর্ববর্তী নিবন্ধকরোনা ও বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে
পরবর্তী নিবন্ধপ্রবাসীদের তথ্য সংগ্রহে বিদেশ যাবেন ইসি কর্তারা