নিয়ে গেল গাভি বাছুর, রেখে গেল স্মার্ট ফোন

চোরের কাণ্ড

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ২ অক্টোবর, ২০২০ at ৫:৩৯ পূর্বাহ্ণ

গোয়াল ঘর থেকে গাভি ও বাছুরসহ দুটি গরু চুরি করে নিয়ে গেলেও রেখে গেছে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। গরু চুরি করে পালানোর সময় চোরের দল ভুলবশত মোবাইলটি রেখে যায়। এ ঘটনাটি ঘটেছে বুধবার রাতে পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের করণখাইন গ্রামে।

জানা যায়, স্থানীয় নিমাই সিংহের পুত্র মাধব সিংহ প্রতিদিনের মত তার লাল রঙা গাভি ও বাছুর রাতে গোয়াল ঘরে বেঁধে বাহির থেকে তালাবদ্ধ করে দেয়। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টায় ঘুম থেকে উঠে দেখেন গোয়াল ঘরের দরজা কাটা, ভিতরে গাভি ও বাছুর নাই। কিন্তু গোয়াল ঘরে পাওয়া গেল একটি সিম্পোনি অ্যান্ড্রয়েড ফোন সেট। চুরি যাওয়া গাভি ও বাছুরের মূল্য প্রায় দেড় লাখ টাকা বলে জানান মাধব সিংহ। এ ঘটনায় তিনি বাদী হয়ে গতকাল পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মোবাইল সেটটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন জানান, গরু চুরিয়ে যাওয়া সংক্রান্ত একটি অভিযোগ ও একটি মোবাইল সেট পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধ২৫ হাজার কোটি টাকায় নির্মাণ হবে মেরিন ড্রাইভ
পরবর্তী নিবন্ধকনডেম সেলে একাকী মিন্নি