নিয়মিত বাজার মনিটরিং করার আহ্বান

নগর ইসলামিক ফ্রন্টের মত বিনিময় সভা

| রবিবার , ২৩ জানুয়ারি, ২০২২ at ৭:৫৭ পূর্বাহ্ণ

 

ইসলামিক ফ্রন্ট মহানগরীর সভাপতি এইচ এম মুজিবুল হক বলেছেন, নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। চাল, ডাল তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য আকাশ ছোঁয়া। ফলে ক্রমাগতভাবে এসব সাধারণের ক্রয় ক্ষমতার বহির্ভূত হয়ে পড়ছে। এ অবস্থায় বাজার মনিটরিং জোরদার করতে হবে।

তিনি গত ১৭ জানুয়ারি ইসলামিক ফ্রন্ট মহানগর কমিটির সাথে নগর ইসলামী ছাত্রসেনার মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য একথা বলেন। এইচ এম মুজিবুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ জাকের আহমদ সিদ্দিকী, ওয়াহেদ মুরাদ, এ এম মাইনুদ্দীন চৌধুরী হালিম, হাসমত আলী তাহেরী, মহিউদ্দিন তাহেরি, মাসুদ করিম, শাহজাদা মঈন উদ্দীন হাসান সন্‌জরী, হাফেজ আনোয়ারুল ইসলাম খান, মুহাম্মদ আরমান, কাউসারুল ইসলাম সোহেল, মুনির উদ্দীন, ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম, সহিদুল ইসলাম, শিহাব উদ্দীন, আবুল হাসেম রাসেদ, সাইফুল করিম, জয়নাল আবেদীন, হাফেজ ওমর ফারুক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাইজভাণ্ডারী তরিকা বিশ্ব-মানবতার মুক্তির পথ
পরবর্তী নিবন্ধনাটাব চট্টগ্রামের নবনির্বাচিত কার্যকরী কমিটির সভা