নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, মজুদ ও সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার পর্যবেক্ষণে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। গতকাল রোববার সকালে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও জেলা প্রশাসকদের সঙ্গে ভার্চুয়াল মত বিনিময় সভায় এ নির্দেশনা দেওয়া হয়। খবর বিডিনিউজের।
সভায় ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রস্তুতি, আমন ও রবি ফসলের উৎপাদন, সার মজুদ এবং সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি দাম বেড়ে যাওয়ায় চিনির মজুদ ও সরবরাহ নিয়েও আলোচনা হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সভার বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। তিনি বলেন, মাঠ পর্যায়ের প্রশাসন সারের পাশাপাশি প্রয়োজনীয় পণ্যের মজুদ ও সরবরাহের বিষয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে অবহিত করেছে।