মীরসরাইয়ে একের পর এক ৫টি গাড়ি চাপা দিলো একটি বাস। এতে একজন নিহত ও ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সদর ফুটওভার ব্রিজের নিচে ঢাকামুখী উত্তরা বাস নং চট্টমেট্রো ব ১১-১৮৪৩ নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজি, দুটি কার, একটি মাইক্রো ও একটি ট্রাক সহ ৫ গাড়িকে চাপা দেয়। বাসটি শুরুতেই একটি যাত্রীভর্তি সিএনজিকে চাপা দেয়। এরপর একে একে অন্যান্য গাড়িগুলোর পেছনে ধাক্কা দিয়ে অন্ত:ত দেড়শ গজ দুরের স্কুল গেটে থামে। এসময় নিয়ন্ত্রণ হারানো বাসটি থেকে চালক নেমে পালিয়ে যায়।
শুরুতে চাপা দেয়া সিএনজি চালক মো. ওমর ফারুক (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়। সে সীতাকুন্ডের ভাটেরখীল এলাকার বাসিন্দা। এসময় সিএনসজি আরোহী সাইফুল ইসলাম ( ৩০), লিনা আক্তার ( ২৮), লিনার শিশুসন্তান ( ৩), সাজ্বাদ হোসেন ( ২৭) ও মনোয়ারা বেগম ( ৩৮) আহত হয়। আহতদের মধ্যে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান মীরসরাইস্থ হাসপাতালের চিকিৎসক ডা. জোবায়ের খান। মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত গাড়িগুলোকে মীরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।