নিয়ন্ত্রণ হারিয়ে লরিতে সিএনজির ধাক্কা, নিহত ১

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ১৪ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৫৬ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে সিএনজিচালিত অটোরিকশা ও লরির সংঘর্ষে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ২ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা সদর বিবিরহাট খাজা গাউসিয়া মার্কেট (আন্ডা মার্কেট) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজি অটোরিকশা সড়কে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা ৩ জন যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হেদায়েতুল্লাহ (৬৪) নামের এক বৃদ্ধ মারা যান। এ ঘটনায় আহত ২ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক। তবে আহত দুজনের পরিচয় পাওয়া যায়নি। এর আগে, গত সোমবার সকালে উপজেলার ভূজপুরে বেপরোয়া নসিমনের চাপায় পড়ে এক ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে বাস চালকদের প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধইএফডিতে ভ্যাট দিয়ে পুরস্কার পেলেন দুইজন