নিয়ন্ত্রণ হারিয়ে চাল বোঝাই ট্রাক সিএনজির ওপর, নারী নিহত

রাঙামা‌টি প্রতি‌নি‌ধি | শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ at ১২:২৪ অপরাহ্ণ

রাঙামা‌টি জেলা শহরের বাংলাদেশ টেলিভিশন কেন্দ্র এলাকায় চাল বোঝাই ট্রাক চাপায় এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত নারীর নাম মনিরা বেগম।

জানা গেছে, চাল বোঝাই ট্রাক ও সিএনজি অটোরিকশা উভয়ই চট্টগ্রাম দিক থেকে রাঙামাটি শহরর প্রবেশের সময় টিভি স্টেশন এলাকার পাহাড়ি রাস্তা উঠতে গিয়ে ট্রাকটি পিছনের দিকে নেমে গেলে পিছনে থাকা সিএনজি চাপা পড়ে। এতে ঘটনাস্থলে এক সিএনজি আরোহী মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে রাঙামা‌টিগামী চাল বোঝাই ট্রাক মা‌নিকছ‌ড়ি পাহাড় উঁচু সড়ক অ‌তিক্রম করে বাংলাদেশ টে‌লিভিশন উপকেন্দ্রের কাছে এসে নিয়ন্ত্রণ হা‌রিয়ে পিছনে থাকা সিএন‌জিতে চাপা দেয়। এতে সিএন‌জিতে থাকা চালকসহ ৫ জন যাত্রীর মাঝে ৪জন নামতে পারলেও ১ নারী যাত্রী নামতে না পারায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এদিকে, পরে খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সা‌র্ভিস এসে ট্রাকের নীচে চাপা পড়া নারী ও অটো‌রিকশা উদ্ধার করে।

রাঙামাটি ফায়ার সার্ভিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে পণ‍্যবাহী ট্রাক সিএনজির ওপর উল্টে যায়। এতে সিএনজির ভিতরে থাকা একজন নারী আটকা পড়েন। সংবাদ পেয়ে রাঙামাটি ফায়ার স্টেশনের রেসকিউ ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটকে থাকা ভিকটিমকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স যোগে জেনারেল হাসপাতাল রাঙামাটি প্রেরণ করে।

রাঙামা‌টির কোতয়ালির থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছে। পরবতী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধজেয়ারতের মধ্য দিয়ে আসলাম চৌধুরীর প্রচারণা শুরু
পরবর্তী নিবন্ধপটিয়ার চাকুরিচ্যুত ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে হত্যার অভিযোগ