লোহাগাড়ার আধুনগরে টমেটো বোঝাই মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক ও সহকারী নিহত হয়েছেন।
আজ শনিবার (২২ জানুয়ারি) বিকেল ৫টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের হাতিয়ারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন লক্ষীপুরের রায়পুর থানার দক্ষিণচর আবাবিল এলাকার কামাল উদ্দিনের পুত্র মিনিট্রাক চালক কাউছার আহমদ হৃদয়(৪০) ও একই এলাকার শহিদ সর্দারের পুত্র চালক সহকারী আরিফ হোসেন(৩০)।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, কক্সবাজারমুখী টমেটোবোঝাই একটি মিনিট্রাক (ঢাকামেট্রো-ন-২০-২৩১৭) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা কয়েকটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে মিনিট্রাকের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। আশপাশের লোকজন এগিয়ে এসে চালক ও সহকারীকে উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। নিহতদের মরদেহ ও দুর্ঘটনা কবলিত মিনিট্রাক হাইওয়ে থানা হেফাজতে নিয়ে আসা হয়। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।