নিয়ন্ত্রণ হারিয়ে কার ধানক্ষেতে

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৩৮ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে পড়ে গেছে একটি প্রাইভেটকার। গতকাল সোমবার সকাল ৮টার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের হাজি রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে পড়ে যায়। এ সময় কারের ভেতর এক দম্পতি ছিলেন। দুর্ঘটনার পর তারা নিজেরাই কার থেকে বেরিয়ে আসেন। ঘটনার পর তারা ঘটনাস্থল ত্যাগ করায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পূর্ববর্তী নিবন্ধ২৫ সেপ্টেম্বর থেকে টানা ৬ রাত চলবে টানেলের রক্ষণাবেক্ষণ কাজ
পরবর্তী নিবন্ধডিজিটাল এক্স-রে মেশিনসহ ৪১ লট পণ্য নিলামে