নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় অটোরিকশা, চাপা পড়ে চালকের মৃত্যু

কর্ণফুলী প্রতিনিধি | সোমবার , ২৬ জানুয়ারি, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে জিয়াউর হক জিসান (২৬) নামে এক চালকের মৃত্যু হয়েছে। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিয়াউর হক জিসান শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে চরফরিদ এলাকায় রিকশা চালানোর সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে রিকশার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই জিসানের মৃত্যু হয়। পরে স্থানীয়রা বিষয়টি থানায় জানালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

কর্ণফুলী থানার ওসি মো. শাহীনূর আলম বলেন, এটি কোনো হত্যাকাণ্ড নয়। দুর্ঘটনায় রিকশা উল্টে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম লেখিকা সংঘের মাসিক সাহিত্যাসর
পরবর্তী নিবন্ধবন্দরের চাকুরিতে স্থানীয়দের নির্দিষ্ট হারে অংশ গ্রহণ নিশ্চিত করতে হবে