চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বেপরোয়া গতির নিয়ন্ত্রণহীন পাথরবোঝাই একটি ট্রাক ঢুকে পড়ল হোটেলে। এতে ঘটনাস্থলে ওই হোটেলের এক কর্মচারী নিহত হয়। গুরুতর আহত হয় বাবুর্চি।
গতকাল রবিবার সকালে উপজেলার উত্তর হারবাং ও আজিজনগরের মাঝামাঝি এলাকার চৌধুরী নূর ফিলিং স্টেশন লাগোয়া নিউ হাইওয়ে রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউজ নামক হোটেলে ট্রাকটি ঢুকে পড়ে।
নিহত কর্মচারীর নাম মো. ওসমান গণি (১৫)। আহত বাবুর্চি মোহাম্মদ ইসমাইল (২৫)।
ওসমান উত্তর হারবাংয়ের গয়ালমারা এলাকার নূর মোহাম্মদের পুত্র। বাবুর্চি ইসমাইলও একই এলাকার বাসিন্দা।
মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিংগা হাইওয়ে থানা পুলিশের ওসি ইমন কান্তি চৌধুরী জানান, ট্রাকটি (ডাম্পার) কঙবাজারমুখী ছিল। চলন্ত অবস্থায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সোজা চলে যায় হাইওয়ে রেস্টুরেন্টের রান্নার কক্ষে। এতে হতাহতের ঘটনা ঘটে। পলাতক রয়েছেন চালক। গাড়িটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।