নিয়তি সিনহা

| শনিবার , ৫ মার্চ, ২০২২ at ৮:৩৬ পূর্বাহ্ণ

এটিএন বাংলার পরিচালক চন্দন সিনহার মা নিয়তি সিনহা পরলোকগমন করেছেন। গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে তিনি নগরীর জামালখানস্থ বাসভবনে মারা যান। তার বয়স হয়েছিল ৭৭ বছর। নিহতের মেয়ের জামাই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক সুব্রত চৌধুরী জানান, দীর্ঘদিন থেকে তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কার্ডিয়াক রোগে আক্রান্ত ছিলেন। গতকাল সকাল সাড়ে ১১ টার দিকে অ্যাম্বুলেন্স যোগে রাউজানের কুন্ডেশ্বরী ভবনে তাকে নিয়ে আসা হয়। তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। রাউজানের কুন্ডেশ্বরীর পারিবারিক শ্মশানে শেষকৃত্য অনুষ্ঠান বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী সাজুর ইন্তেকাল
পরবর্তী নিবন্ধচোরাই মোটরসাইকেল হেফাজতে রাখায় যুবক গ্রেপ্তার