চন্দনাইশ দোহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত রিকশাচালক রুহুল আমিনের পরিবারের পাশে দাঁড়িয়েছে আনজুমান এ রহমানির আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সদস্য ও গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রাক্তন চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার।
গত ২২ মার্চ তিনি জামিজুরী এলাকায় রুহুল আমিন ও জসিম উদ্দিনের পরিবারের খোঁজখবর নেন। এসময় তিনি রুহুল আমিনের পরিবারকে ঈদ উপহার স্বরূপ নগদ ২৫ হাজার টাকা প্রদান করেন এবং প্রতিমাসে উক্ত পরিবারকে পারিবারিক খরচ বাবদ ১২ হাজার টাকা করে রুহুল আমিনের পরিবারের ব্যাংক একাউন্টের মাধ্যমে জমা করা এবং ৬ মেয়ের লেখা পড়া, বিবাহ প্রদানসহ যেকোন প্রয়োজনে গাউসিয়া কমিটি দোহাজারী পৌরসভার মাধ্যমে সহয়তা প্রদানের প্রতিশ্রুতি দেন। তিনি দুর্ঘটনায় নিহত ২ শিক্ষার্থীর পিতা জসিম উদ্দিনকে ঈদ উপহার স্বরূপ নগদ ২৫ হাজার টাকা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন শাহনেওয়াজ চৌধুরী শুভ, জাফর আহমদ খান, আমির হোসেন, আবু তাহের, তৌহিদুল মোস্তফা কাদেরী, মুহাম্মদ সোলাইমান, মুহাম্মদ মনছুর আলী, জিল্লুর রহমান আলমগীর, আরমান হোসেন, জাকির হোসেন, মীর কাশেম, কামাল উদ্দীনসহ নেতৃবৃন্দ।