নিহতদের রুহের মাগফিরাত কামনায় বিভিন্নস্থানে দোয়া মাহফিল

মাইলস্টোন ট্র্যাজেডি

| বুধবার , ২৩ জুলাই, ২০২৫ at ৫:৪৯ পূর্বাহ্ণ

চসিক : উত্তরার দিয়াবাড়িস্থ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সমপ্রতি ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে এক দোয়া মাহফিল গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। চসিকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত মাহফিলে নিহত সকলের আত্মার শান্তি কামনা করে মুনাজাত করা হয় এবং ১ মিনিট নীরবতা পালন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, বিভিন্ন বিভাগের প্রধানগণসহ চসিকের কর্মকর্তাকর্মচারীবৃন্দ।

চবি ইতিহাস বিভাগ : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে দোয়া ও স্মরণসভা গতকাল মঙ্গলবার ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান। আমন্ত্রিত অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং চবি ছাত্রছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মো. আনোয়ার হোসেন। বিভাগের সভাপতি প্রফেসর ড. শামীমা হায়দারের সভাপতিত্বে এবং অধ্যাপক কানিজ ফাতেমার সঞ্চালনায় স্মরণসভায় জুলাই গণঅভ্যুত্থানে ইতিহাস বিভাগের দুই শহিদ এবং ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন প্রফেসর ড. মো. আব্দুল্লাহ আলমাসুম।

বিজিএমইএ পরিবার : উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে বিজিএমইএ’ পরিবার চট্টগ্রাম অঞ্চল। গতকাল মঙ্গলবার খুলশীর বিজিএমইএ ভবনের কনফারেন্স হলে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় বিজিএমইএ’র পরিচালক মোহাম্মদ আবদুস সালাম বলেন, এটি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। এই ঘটনায় বিজিএমইএ পরিবার গভীরভাবে শোকাহত। এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। যারা আহত হয়েছেন আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে।বিজিএমইএ’র রিলিজিয়াস এফেয়ার্স কমিটির চেয়ারম্যান কাজী শফিকুল ইসলাম টিটুর সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বিজিএমইএ’র পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, পরিচালক এনামুল আজিজ চৌধুরী, সাবেক পরিচালক খন্দকার বেলায়েত হোসেন। উপস্থিত ছিলেন সাবেক পরিচালক মোহাম্মদ আতিক, বিজয় শেখর দাশ, আনোয়ারুল করিমও বিজিএমইএ সদস্য, কর্মকর্তাকর্মচারীবৃন্দ।

দক্ষিণ জেলা বিএনপি : উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী, পাইলট ও স্কুলের শিক্ষিকাসহ নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে দক্ষিণ জেলা বিএনপি। গতকাল মঙ্গলবার দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে এ দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। তিনি বলেন,এই মর্মান্তিক দুর্ঘটনা গোটা জাতিকে শোকাহত করেছে। তিনি ভবিষ্যতে যেন এমন ট্র্যাজেডি আর না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি সজাগ থাকার আহবান জানান। মাহফিলে উপস্থিত ছিলেন আলী আব্বাস, রেজাউল করিম নেচার, সাইফুদ্দীন সালাম মিঠু, বদরুল খায়ের চৌধুরী, এস এম মামুন মিয়া, মাস্টার রফিক আহমদ, সরোয়ার হোসেন মাসুদ, হাজি ওসমান, জাহাঙ্গীর আলম চৌধুরী, জাহাঙ্গীর কবির, ইখতিয়ার উদ্দিন ইফতু, খন্দকার হেলাল উদ্দিন, শাহাদাত হোসেন সুমন, দেলোয়ার আজিম, আমির হোসেন, মাহমুদুর রহমান মাদু, রফিক ডিলার, জাহাঙ্গীর আলম, জাহেদুল হক, অ্যাডভোকেট এরফানুর রহমান প্রমুখ।

উত্তর জেলা বিএনপি : ঢাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে উত্তর জেলার বিএনপির উদ্যোগে এম. এ হালিমের সভাপতিত্বে দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়। নুরুল আমিনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন অধ্যাপক ইউনুচ চৌধুরী, মো. ছালাউদ্দিন, নুর মোহাম্মদ, কর্ণেল আজিম উল্লাহ বাহার, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, আবু আহমেদ হাসনাত, মো. সেলিম, ডা. খুরশিদ জামিল চৌধুরী, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, আনোয়ার হোসেন, জহির আজম চৌধুরী, মোবারক হোসেন কাঞ্চন, সরোয়ার উদ্দিন সেলিম, শফিউল আলম চৌধুরী, ছিদ্দিক আহমদ, সৈয়দ নাসির উদ্দিন, জাহেদুল আবছার জুয়েল, বদিউল আলম বদরু, সেলিম নুর, হাফেজ জয়নাল, আমিনুল ইসলাম তৌহিদ, সৈয়দ ইমাম হোসেন, ইকবাল হোসেন, মো. আইয়ুব খান, আবু বক্কর সিদ্দিকী, মনোয়ার হোসেন মুন্না প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা রফিক উল্লাহ হামিদী।

মহানগর এলডিপি : মহানগর এলডিপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এলডিপির উদ্যোগে উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল গত মঙ্গলবার ছৈয়দ গিয়াসউদ্দিন আলমের সভাপতিত্বে আমতলস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা লোকমান। উপস্থিত ছিলেন দোস্ত মুহাম্মদ, কোতোয়ালি থানা এলডিপি’র সভাপতি আবু ছৈয়দ, এসএম আবু জাফর, নুরুল আজগর চৌধুরী, বিএম সায়েদুল হক, মোজাম্মেল হক, হাজী আরিফ, আবদুল্লাহ আলনোমান, একরামুল হক ইমন, ইমরান হোসেন প্রমুখ।

সীতাকুণ্ড যুবদল : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সীতাকুণ্ড যুবদলের উদ্যোগে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল গতকাল মঙ্গলবার উপজেলা মডেল মসজিদে অনুষ্ঠিত হয়। মাহফিলে উপজেলা যুবদলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল বশর। উপস্থিত ছিলেন বিএনপি নেতা জহুরুল আলম জহুর, ফজলুল করিম চৌধুরী, সাহাব ঊদ্দিন রাজু, মোস্তাফিজুর রহমান হিরো, লোকমান হোসেন, এস এম ইব্রাহিম, সেলিম মাহামুদ, কাজী বদর,সোহেল আরমান,আবু জাফর,মোমিন ঊদ্দিন মিন্টু,আলাঊদ্দিন রাসেল, কামরুল হাসান তারেক,কাজী আনোয়ার,সাহাব ঊদ্দিন,আলমগীর মন্‌জু,কপিল টিটু,একরামুল হক,নাসির আলীম প্রমুখ।

প্রিমিয়ার ইউনিভার্সিটি :প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইস মোড়স্থ কেন্দ্রীয় মসজিদে রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদে আছর অনুষ্ঠিত এই দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগী ডিন প্রফেসর এম. মঈনুল হক, প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, প্রক্টর মো. সোলাইমান চৌধুরী ও সহকারী প্রক্টর ড. তাসনিম উদ্দিন চৌধুরী। এসময় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, বিমান দুর্ঘটনায় বহু স্কুল শিক্ষার্থী নিহত ও আহত হয়েছেন, যা মর্মান্তিক ও বেদনাদায়ক। এই দুর্ঘটনায় প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষ থেকে আমি গভীরভাবে শোকাহত।

আমি নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। সেইসঙ্গে আহত ও শোকসন্তপ্ত পরিবারগুলোর সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। উল্লেখ্য, এই বিমান দুর্ঘটনায় সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে প্রিমিয়ার ইউনিভার্সিটি সারাদিন জাতীয় পতাকা অর্ধনমিত রেখেছে। দোয়া ও মিলাদ মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাকর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধমেয়েকে আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন হাবিবা