অঝোরে বাবা মায়ের কান্না দেখে আমাদের সকল বাবা, মায়ের চোখে জল ও সবার মনের ভেতর তোলপাড় করছে নিষ্পাপ অবুঝ শিশুদের জন্য। এই শিশুদের তো কোন অপরাধ ছিলো না। সকাল থেকে কেউ জানতো না তারা আর ঘরে ফিরবে না। বাবা, মায়েরাও শত কাজের মাঝেও মনে করছে সন্তানরা পড়ছে স্কুলে। কিছুক্ষণ পরেই ফিরে আসবে। কেউ কি একটুর জন্যও ভেবেছিলো এই সুন্দর পৃথিবী ছেড়ে নিষ্পাপ শিশুদের চলে যেতে হবে?
সবচেয়ে বেশি জরুরি হলো যারা এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তাদের বাঁচিয়ে তোলা। এত এত শিশুর মৃত্যু তো মেনে নেয়া যাচ্ছে না। একটু আগুনের ছ্যাকা লাগলেই আমরা ও মা গো! ও বাবা গো! মরে গেলাম বলে যে চিৎকার করি। আর সেখানে, কত কত তীব্র যন্ত্রণা নিয়ে ঝলসে যাওয়া শরীর নিয়ে হাসপাতালের বেডে শুয়ে ছোট্ট শিশুরা কাঁদছে। এক পরিবারের দুই শিশু মারা গেছে মা, বাবা তাদের কলিজার টুকরাদের হারিয়ে কীভাবে থাকবে? আর যেন কোনো মায়ের কোল খালি না হয় সেই দোয়ায় কামনা করছি বিধাতার কাছে। সকল অসুস্থ শিশুকে তুমি রক্ষা করো বিধাতা।