শিশুদের হাসি, খেলা আর নিষ্পাপ চোখের দৃষ্টিতেই লুকিয়ে থাকে পৃথিবীর সবচেয়ে নির্মল সৌন্দর্য। ছোট বাচ্চারা যেন একটি পরিবারের জীবন্ত আনন্দের উৎস। তাদের ছোট ছোট কাজ, নতুন শব্দ শেখা, দৌড়ে আসা কিংবা মায়ের কোলে ঘুমিয়ে পড়া–সব কিছুতেই এক অদ্ভুত শান্তি থাকে। ফেইসবুক ও ইনস্টাগ্রামে যখন আমরা বাচ্চাদের ছবি বা মুহূর্ত শেয়ার করি, তখন একটা সুন্দর ও আবেগঘন ক্যাপশনে তার সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে।
এই লেখায় থাকছে কিছু হৃদয়ছোঁয়া ও মিষ্টি ছোট বাচ্চাদের কথা। একটি শিশু জন্মের পর শুধু একটি পরিবার নয়, পুরো একটি পৃথিবী বদলে যায়। শিশুরা কখনো কাঁদে, কখনো হেসে ওঠে কিন্তু প্রতিটি মুহূর্তে তারা শেখায় ভালোবাসা কাকে বলে। ছোট ছোট হাত ধরে রাখা, কোমল স্পর্শ ভালোবাসাটাই হয় নিখুঁত। কারণ তাতে কোনো শর্ত থাকে না। একটি শিশুর হাসিতে যতটা শান্তি আছে, তা গোটা পৃথিবীর কোলাহল থেকেও বেশি মূল্যবান। শিশুরা হল পৃথিবীর রঙিন স্বপ্ন– যারা প্রতিদিন আমাদের মনে নতুন আশার আলো জ্বালিয়ে দেয়। বাচ্চাদের কান্না হাসি যেমন রঙিন, জীবনও তেমনই সুন্দর। আপনার একটু আদর, একটু যত্ন –এতেই শিশুর হৃদয় ভরে যায়। খেলনা নয়, বাচ্চাদের সবচেয়ে প্রয়োজন তার মা বাবার সময়। শিশুরা পৃথিবীর সবচেয়ে নির্মল আয়না, যেখানে সব ভালোবাসা খাঁটি। বাচ্চারা হলো রংধনু –তারা জীবনে আনে রং, আনন্দ আর নির্মলতা। এই ছোট্ট প্রাণটার মধ্যে লুকিয়ে আছে একটা পূর্ণ পৃথিবী । শিশুরা হলো ঈশ্বরের পক্ষ থেকে পাঠানো সবচেয়ে বড় ও সুন্দর উপহার।