নিষ্পাপ মুখ

শিরিন আফরোজ | বৃহস্পতিবার , ১৮ আগস্ট, ২০২২ at ৮:০৫ পূর্বাহ্ণ

আগডুম বাগডুম ছড়া ছন্দ
ছোট ফুলের কলি
অবাক করা মায়ায় ভরা
তারই কথা বলি।
ভালোবাসার নরম ছোঁয়া
সকাল সন্ধ্যা রাত
অনেক ফুলের একটি কলি
আদরে প্রভাত।

একটি রাতে জালেম এলো
হিংস্র ডানা মেলতে
ধানমন্ডির বত্রিশ নাম্বারে
বন্ধুক যুদ্ধ খেলতে ।
এক এক করে নিলো প্রাণ
রক্তে ভাসলো বাড়ি
ফুলগুলো সব ঝরে গেল
প্রাণ নিয়েছে কাড়ি।

ফুলের মাঝে একটি কলি
তাতেও পড়লো চোখ
পাষাণ হৃদয় রক্ত খেলায়
ছাড়ে নি সেই মুখ ।
সেই মুখটি নিষ্পাপ মুখ
শেখ রাসেল নাম
জাতির জনক বঙ্গবন্ধুর
আদরের ছোট সন্তান।

পূর্ববর্তী নিবন্ধবিনম্র শ্রদ্ধা পনের আগস্টের শহীদদের প্রতি
পরবর্তী নিবন্ধসম্পর্কের বন্ধনগুলো কি ভেঙে পড়ছে!