বিশেষ শিশুদের সুযোগ দিলে সমাজের সর্বস্তরে তারা এগিয়ে যাবে এবং সফলতার স্বাক্ষর রাখবে। নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন পরিচালিত নিষ্পাপ অটিজম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল। বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন পি এইচ পি ফ্যামিলির পরিচালক জহিরুল ইসলাম রিংকু। ১২টি ইভেন্টে ১০৬ জন বিশেষ শিশুর অংশগ্রহনে প্রতিযোগিতায় বিশেষ অতিথি ছিলেন এসবিএসি ব্যাংকের পরিচালক মোহাম্মদ আইয়ুব। ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকান্ড ও নির্মাণাধীন ভবন ‘মায়াকানন’ এর বিভিন্ন দিক তুলে ধরে স্বাগত বক্তব্য করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলন কুমার দাশ। অধ্যাপক ডা. বাসনা মুহুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফাউন্ডেশন উপদেষ্টা পরিষদের সদস্য সচিব, সাংবাদিক এম নাসিরুল হক, সমাজসেবক কাবেদুর রহমান কচি, নিষ্পাপ অটিজম স্কুলের অধ্যক্ষ মিসেস সোমা চক্রবর্তী প্রমুখ।