নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের আলোচনা সভা

| শনিবার , ২৯ মার্চ, ২০২৫ at ৫:৪৭ পূর্বাহ্ণ

পাম নেদারল্যান্ডস হতে আগত তিন সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের সাথে নিষপাপ অটিজম ফাউন্ডেশনের দ্বিপাক্ষিক সহযোগিতা বিষয়ক আলোচনা গত রবিবার অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি দলে ছিলেন পাম নেদারল্যান্ডস হতে আগত মি. উই মি. উইমার রেনকেমা আঞ্চলিক ব্যবস্থাপক, এশিয়া ও দক্ষিণ আফ্রিকা, আরমান আকবরী খান, কান্ট্রি কোঅর্ডিনেটর, বাংলাদেশ, পাম নেদারল্যান্ডস, মোঃ কলিমুদ্দিন। নিষ্পাপ স্কুলে নিষপাপ সভাপতি অধ্যাপক ডা: বাসনা মুহুরী নেতৃত্বে এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নিষপাপ সাধারণ সমপাদক প্রকৌ. ঝুলন কুমার দাশ, সাবেক নিষ্পাপ সভাপতি সাংবাদিক এম নাসিরুল হক, স্কুল অধ্যক্ষ সোমা চক্রবর্ত্তী। উভয় প্রতিষ্ঠান বিশেষ শিশুদের কল্যাণে যৌথভাবে কাজ করতে একমত পোষণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষক নুরুল আহাদ তালুকদারের স্মরণসভা
পরবর্তী নিবন্ধযৌথবাহিনীর অভিযানে এক সপ্তাহে ২৮০ জন গ্রেপ্তার : আইএসপিআর