নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের ১৪ম বার্ষিক সাধারণ সভা

| রবিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:১৪ পূর্বাহ্ণ

নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের ১৪ম বার্ষিক সাধারণ সভা ও ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান গত ১৪ ফেব্রুয়ারি প্রবর্ত্তকস্থ নিষ্পাপ অটিজম স্কুলের অডিটরিয়ামে সভাপতি অধ্যাপক ডা. বাসনা মুহুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভা উদ্বোধন করেন পিএইচপি পরিচালক ও উপদেষ্টা সচিব জহিরুল ইসলাম রিংকু, ফাউন্ডেশন যুগ্মসম্পাদক অধ্যাপক টিংকু চৌধুরীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন, ফাউন্ডেশন সহসভাপতি রোসাঙ্গীর বাচ্চু। সভায় বার্ষিক কার্যক্রম প্রতিবেদন উপস্থাপন করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলন কুমার দাশ ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন অর্থ সম্পাদক আশুতোষ দে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম। তিনি উপস্থাপিত প্রতিবেদন, আর্থিক প্রতিবেদন ও ২০২২২০২৩ সালে এর অডিট রিপোর্টের ওপর বক্তব্য দেন, উপদেষ্টা পরিষদের সদস্য সচিব সাংবাদিক এম নাসিরুল হক, লায়ন তপন কান্তি দত্ত, নির্বাহী সভাপতি খোরশেদুল আলম কাদেরী। প্রশিক্ষণ কর্মশালার রিসোর্স পারসন, অনুপেশনাল থেরাপিস্ট অনিমা দাশ নুপুর, ইউনিসেফ প্রধান মাধুরী ব্যানার্জী, সুব্রত ভৌমিক, মো. জমির হোসেন প্রমুখ।

শেষে অধ্যাপক ডা. বাসনা মুহুরীকে সভাপতি, প্রকৌশলী ঝুলন কুমার দাশকে সাধারণ সম্পাদক, আশুতোষে দেকে অর্থ সম্পাদক করে ১৭ জন সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী কার্যকরী কমিটি ঘোষণা করে উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান পিএইচপি পরিচালক জনাব জহিরুল ইসলাম রিংকু। শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করেন ফাউন্ডেশন নির্বাহী সদস্য মো. জমির হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১৯নং ওয়ার্ড দক্ষিণ বাকলিয়া বিএনপির দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধসাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন