১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল নানা কর্মসূচি পালন করা হয়। নগরীর থিয়েটার ইন্সটিটিউটে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম সমাজ সেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক উপ সচিব কাজী নাজিমুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। নিষ্পাপ সভাপতি অধ্যাপক ডা. বাসনা মুহুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন কার্যনির্বাহী পরিষদের প্রশিক্ষণ ও সেমিনার বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. সুদীপ পাল।
সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলন কুমার দাশ ও কার্যনির্বাহী পরিষদের সদস্য তাহরিন তারাননুমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ–পরিচালক ফরিদুল আলম, ডা. বিদ্যুৎ বড়ুয়া, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট বিকাশ চৌধুরী বড়ুয়া, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ, সাংবাদিক এম নাসিরুল হক, নির্বাহী সভাপতি খোরশেদুল আলম কাদেরী, মনোরোগ বিশেষজ্ঞ ডা. মুকুল চন্দ্র নাথ ও কানিজ ফাতেমা লিমা। অনুষ্ঠানের পূর্বে নিষ্পাপ স্কুল ও ড. আর পিস সেন গুপ্ত সমন্বিত বিদ্যালয়ের ছাত্র–ছাত্রীরা কোরাস গান, নৃত্য ও বিশেষ শিশু শুভনীল দাশ রিবুর ৪টি একক গান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।











