নিষ্পাপের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

| শনিবার , ৩০ আগস্ট, ২০২৫ at ৬:৪৯ পূর্বাহ্ণ

নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় অভিভাবক ও শিক্ষকদের জন্য অটিস্টিক শিশুদের হোম ম্যানেজমেন্ট বিষয়ক ২দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন লায়ন্স ক্লাবস অব চিটাগাং মহানগর জেলা ৩১৫ বি৪ এর প্রেসিডেন্ট লায়ন পার্থ ভট্টাচার্য। ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. বাসনা মুহুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফরিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন, ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সদস্য সচিব সাংবাদিক এম নাসিরুল হক। যুগ্মসম্পাদক অধ্যাপক টিংকু চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলন কুমার দাশ। দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার রিসোর্স পার্সন হিসাবে স্পেশাল এডুকেটর ও তরী ফাউণ্ডেশনের পরিচালক মারুফা হোসেন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন। নিষ্পাপ স্কুলের শিক্ষার্থীদের হাতের তৈরি উপহার সামগ্রী, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও প্রশিক্ষণের রিসোর্স পার্সোনকে প্রধান করেন স্কুলের অধ্যক্ষ সোমা চক্রবর্তী। প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধক পার্থ ভট্টাচার্য লায়ন্স ক্লাবস অব চিটাগাং মহানগরের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের পক্ষ হতে সম্মাননা স্মারক প্রদান করেন প্রফেসর ডা. বাসনা মূহুরী। প্রশিক্ষণ কর্মশালায় ৮০ জন অভিভাবক ও প্রফেশনাল অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনবীজির আদর্শচর্চার মাধ্যমে ইসলামের পরিচয় দিতে হবে
পরবর্তী নিবন্ধরাসুলের জীবনীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ