নিষ্ঠা ফাউন্ডেশনের সচেতনতা কর্মসূচি

| রবিবার , ২৪ নভেম্বর, ২০২৪ at ১০:৩৩ পূর্বাহ্ণ

ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। প্রতিদিন মারা যাচ্ছে দশবারোজন করে। আক্রান্ত হচ্ছে হাজারের চেয়ে বেশি মানুষ। এরপরও জনগণ তেমন সচেতন হচ্ছে না। ফলে এডিস মশার উৎপাত বাড়ছে আর ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে। অথচ জনগণ সচেতন হলে এডিশ মশার প্রজনন রোধ করা যেত। অপরদিকে ডেঙ্গু রোগীর ব্লাড সেল কমে রক্তের প্রয়োজন পড়ে। কিন্তু রক্তদানে জনগণ তেমন সচেতন নন; যদিও রক্তদানের কারণে দাতারও শারীরিক বহুমুখী উপকার রয়েছে। তাই ডেঙ্গু সচেতনতা সৃষ্টি ও রক্তদানে উৎসাহ যুগাতে নিষ্ঠা ফাউন্ডেশন ২২ নভেম্বর (শুক্রবার) থেকে ডেঙ্গু সচেতনতা সৃষ্টি ও রক্তদানে উৎসাহদান কর্মসূচি শুরু করেছে।

জুমার নামাযের পর কোতোয়ালী, চকবাজার ও পাঁচলাইশ থানার মসজিদে মসজিদে প্রচারপত্র বিলি করা হয়। এতে অংশগ্রহণ করেন নিষ্ঠার পিআরও ফখরুল সাজ্জাদ, রক্তসেবা প্রধান জাকারিয়া আলম রিফাত, এপিআরও আসিফ মাহমুদ, স্বেচ্ছাসেবক সাইফুল ইসলাম, তানভীর, রাহাত, সানজিদ, ইমতিয়াজ, আশরাফ প্রমুখ। এ প্রসঙ্গে নিষ্ঠার জেনারেল সেক্রেটারি ও চবি অধ্যাপক ড. নুর হোসাইন বলেন, ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা খুবই জরুরি। ডেঙ্গু বিষয়ে চসিককে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেন। তিনি সক্ষম ব্যক্তিদেরকে রক্তদানের প্রতি এগিয়ে আসার উদাত্ত আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ি বিএনপির কৃষক সমাবেশ
পরবর্তী নিবন্ধফৌজদারহাট জেলেপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ