হাটহাজারীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গত শুক্রবার নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয় ও আল মামুর কোরআন একাডেমীর ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মুহাম্মদ ছালামত উল্লাহ। জেনারেল সেক্রেটারি ডা. হাসান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা সালাহ উদ্দীন আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুজ্জাতুল ইসলাম। বক্তারা বলেন, শিক্ষা সামগ্রী বিতরণ একটি মহৎ উদ্যোগ। নিষ্ঠা ফাউন্ডেশন সবসময় দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ায়, লাশ দাফন কাফন,এম্বুলেন্স সেবাসহ মানবিক কার্যক্রমে অবদান রেখে চলেছে। বক্তারা দুঃস্থদের সাহায্যে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।










