নিষ্ঠা ফাউন্ডেশনের গণ ব্লাড গ্রুপিং ও সচেতনতা কর্মসূচি

| রবিবার , ৮ ডিসেম্বর, ২০২৪ at ৮:১১ পূর্বাহ্ণ

সিআরবি শিরীষতলায় নিষ্ঠা ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শনিবার গণ ব্লাড গ্রুপিং ও ডেঙ্গু সচেতনতা সৃষ্টি কর্মসূচি পালিত হয়েছে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রায় ১০০ জনের ব্লাড গ্রুপিং এবং পাঁচ শত প্রচারপত্র বিতরণ করা হয়। এতে অংশগ্রহণ করেন নিষ্ঠার আজীবন সদস্য ও সী ওয়েজ বন্ডেড ওয়্যারহাউজ লি. এর চেয়ারম্যান মুহতরমা লতিফা মোহাম্মদ, ইসি সদস্য ওয়াহিদুল ইসলাম পাটোয়ারী। নিষ্ঠার রক্তদান উপকমিটির প্রদান জাকারিয়া আলম রিফাত ও পিআরও ফখরুল ইসলামের নেতৃত্বে কর্মসূচি বাস্তবায়ন করেন এপিআরও আসিফ মাহমুদ, স্বেচ্ছাসেবক লামিয়া, সাজ্জাদ, সাবরিনা, নিহাল, আব্দুল্লাহ, সাথীম, ওয়াকিয়া, জুরাত প্রমুখ। এ প্রসঙ্গে নিষ্ঠার জেনারেল সেক্রেটারি চবি অধ্যাপক ড. নুর হোসাইন বলেন, আপদবিপদ ও রোগব্যাধী বিষয়ে নিজেরা সচেতন না হয়ে শুধু সরকারি সুবিধা ও সহযোগিতার ওপর নির্ভর করে বসে থাকলে আক্রান্ত ও মৃত্যুর হার কমানো সম্ভব নয়। তিনি আরো বলেন, আত্মরক্ষার প্রচেষ্টা তাকদিরের সাথে সাংঘর্ষিক নয়। তাই শুধু ভাগ্যের ওপর নির্ভর না করে সর্বক্ষেত্রে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং সচেতন হতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকসমোপলিটন লিও ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী
পরবর্তী নিবন্ধজুয়া খেলার সরঞ্জাম ও টাকাসহ ৪ জন আটক