মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আগ্রাবাদের ঘনবসতিপূর্ণ এলাকা মোগলটুলীর বারো কোয়াটারে নিষ্ঠা ফাউন্ডেশনের উদ্যোগে গণ ব্লাড গ্রুপিং ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি পালিত হয়েছে। এতে সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাঁচশ জনের বিনামূল্যে ব্লাড গ্রুপিং এবং এক হাজার প্রচারপত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিষ্ঠার ইসি সদস্য ব্যবসায়ী জনাব ওয়াহিদুল ইসলাম পাটোয়ারী। প্রধান অতিথির বক্তব্য রাখেন নিষ্ঠা ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন। নিষ্ঠার এপিআরও আসিফ মাহমুদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মউছুলুর হক চিশতি, নুর মাসুদ, আব্দুর রহমান সরদার, ডা. ফরিদুল আলম মেহেদী, জালাল আহমদ, মামুন। ব্লাড গ্রপিং ও ক্যাম্পেইনের কাজ করেন ফখরুল সাজ্জাদ, জাকারিয়া আলম রিফাত, জুয়েল, সাজ্জাদ, নিহাল, তাহমিম, শিহাব, রেজাউল, মেহেরুন্নেসা। প্রধান অতিথি মহান বিজয়ের নায়কদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, মুক্তিযুদ্ধের উদ্দেশ্য বাস্তবায়ন করতে হলে সুশিক্ষা ও সুস্বাস্থ্য নিশ্চিত করা প্রয়োজন। জাতি–ধর্ম–বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সেই লক্ষ্য অর্জনের লক্ষ্যে কাজ করতে হবে। স্বাধীনতার সুফল পেতে জাতীয় সংহতি ও ঐকমত্য প্রতিষ্ঠা করাও জরুরি বলে তিনি মত ব্যক্ত করেন। তিনি মোগলটুলী এলাকাবাসীকে ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।