নিষ্ঠা ফাউন্ডেশনের উদ্যোগে সেমিনার

| শনিবার , ৭ অক্টোবর, ২০২৩ at ১০:৩০ পূর্বাহ্ণ

জনকল্যাণমূলক সংস্থা নিষ্ঠা ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শুক্রবার নগরীর হামজারবাগস্থ রহমানিয়া উচ্চ বিদ্যালয় হলে ‘বাঁধনহারা তারুণ্যের আলোর দিশা প্রিয় নবী মুহাম্মদ (.)’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষিকা জেবুন নেসা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারের মুখ্য আলোচক ছিলেন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি ও চবির সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ নূর হোসাইন।

মুখ্য আলোচক বলেন, আধুনিক প্রযুক্তির অপব্যবহার, সামাজিক অবক্ষয়, হিরোইজম, বিজাতীয় অপসংস্কৃতির কারণে যুবসমাজের বড় একটি অংশ বিপথগামী হচ্ছে। এমন অবস্থা থেকে উত্তরণের উপায় হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (.) জীবনাদর্শের অনুসরণ। তাই নিষ্ঠা ফাউন্ডেশন উক্ত শিরোনামে স্কুলকলেজ ক্যাম্পেইন শুরু করেছে। আলোচনা শেষে উপস্থিত বক্তব্যের আলোকে একটি লিখিত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে আরো উপস্থিত ছিলেম স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ,ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক ফখরুল সাজ্জাদ, আসিফ মাহমুদ, আব্দুলাহ, নুসরাত, রুনা ও সায়মাসহ প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসায় শিক্ষক দিবস পালিত
পরবর্তী নিবন্ধরেডিসনে শেষ হল দু’দিনব্যাপী হেলথ অ্যান্ড ওয়েলনেস এক্সপো