নিষ্ঠাবান রাজনীতিবিদ ছিলেন লায়ন এম. শামসুল হক

স্মরণ সভায় এমপি মোতাহেরুল

| রবিবার , ২১ জানুয়ারি, ২০২৪ at ৯:১৩ পূর্বাহ্ণ

লায়ন এম.শামসুল হক স্মরণ সভা কমিটির উদ্যোগে দক্ষিণজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি মরহুম লায়ন এম.শামসুল হকের ১ম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভা গত ১৯ জানুয়ারী পটিয়ার কৈয়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। স্মরণ সভা কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) আবদুল এম এ ওয়াদুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. নাসির উদ্দীন, প্রদীপ দাশ, আ ক ম শামসুজ্জামান, অধ্যাপক মো. হারুনুর রশিদ, বদিউল আলম, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, প্রমুখ। প্রধান অতিথি বলেন, লায়ন এম. শামসুল হক ছিলেন জনদরদী রাজনীতিবিদ এবং একজন নিঃস্বার্থ সমাজসেবক। সংগঠক হিসেবে তিনি বিভিন্ন সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত করে মানবসেবার হাত প্রসারিত করেছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের নির্বাচন ২৪ ফেব্রুয়ারি
পরবর্তী নিবন্ধকৃষি জমির টপ সয়েল কর্তনবন্ধের দাবিতে মানববন্ধন