নিষ্কৃতি’র বার্ষিক সাধারণ সভা গত ১৮ ডিসেম্বর পাঠানটুলীস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কার্যকরী পরিষদের সভাপতি ডাঃ বাসু দেব দাশ। এতে প্রধান অতিথি ছিলেন নিষ্কৃতির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কবি শেখ খুরশীদ আনোয়ার এবং বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদী’র সহযোগী সম্পাদক রাশেদ রউফ। সভায় উপস্থিত ছিলেন নিষ্কৃতি’র উপ–প্রধান নির্বাহী কর্মকর্তা সম্পদ রাদিব, পরিচালক (আইটি) শেখ রায়হান আনোয়ার এবং উপ–পরিচালক এসএম বদিউল আলম সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় মধ্যে ছিলেন যথাক্রমে জিয়া উদ্দিন আহমেদ, মাহবুবা চৌধুরী, এম এ মোনায়েম বাপ্পী, মীর জহির আহম্মেদ, মীর শাকের আহমেদ, মুক্তিযোদ্ধা জাহেদ আহম্মদ, সাইফুদ্দিন খালেদ রানা, প্রবাল কান্তি বড়ুয়া, অনামিকা তালুকদার, ফাহিম উদ্দিন আহমদ, মোঃ আলাউদ্দীন, আয়েশা হক শিমু, ডাঃ মোঃ লোকমান এবং হাজী ফরিদ আহমদ।
প্রধান অতিথি কবি শেখ খুরশীদ আনোয়ার সাধারণ পরিষদের উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে নিষ্কৃতি’র অগ্রযাত্রার ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, এমআরএ বাধ্যবাধকতার কারণে ৩ বছর পরপর কার্যকরী পরিষদ গঠন করতে হয়। সেই উপলক্ষ্যে এই আয়োজন। সুষ্ঠুভাবে কার্যকরী পরিষদের নির্বাচনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
বক্তারা বলেন যে, নিষ্কৃতি একটি সমাজসেবা মূলক প্রতিষ্ঠান। তাঁরা এ প্রতিষ্ঠানের সাথে দীর্ঘদিন যাবত জড়িত আছেন বলে নিজেকে ধন্য মনে করেন। প্রেস বিজ্ঞপ্তি।