নিষ্কৃতির কার্যকরী পরিষদের সভা

| শুক্রবার , ৩ জানুয়ারি, ২০২৫ at ৬:৫১ পূর্বাহ্ণ

মা ও শিশু হাসপাতালের সভাপতি লায়ন সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন বলেছেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে নিষ্কৃতি ভূমিকা পালন করছে। সাধারণ মানুষের দারিদ্র্য বিমোচন, আর্থিক উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে নিষ্ঠার সঙ্গে কাজ করছে এই সংস্থা। তিনি গত ৩০ ডিসেম্বর নিষ্কৃতি’র তিন বছর মেয়াদী কার্যকরী পরিষদের সভায় এ কথা বলেন।

পাঠানটুলীস্থ কার্যালয়ে অনুষ্ঠানে সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জজ কোর্টের আইনজীবী মহিউদ্দীন হক চৌধুরী। সভাপতিত্ব করেন কার্যকরী পরিষদের সভাপতি ডা. বাসু দেব দাশ। প্রধান অতিথি ছিলেন নিষ্কৃতি’র প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কবি শেখ খুরশীদ আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ। উপস্থিত ছিলেন নিষ্কৃতি’র উপপ্রধান নির্বাহী কর্মকর্তা সম্পদ রাদিব, পরিচালক (আইটি) শেখ রায়হান আনোয়ার, উপপরিচালক এসএম বদিউল আলম, জিয়া উদ্দিন আহমেদ, মো. গোলাম কিবরিয়া, সাইফুদ্দিন খালেদ রানা, মাহবুবা চৌধুরী, এম এ মোনায়েম বাপ্পী, মীর জহির আহম্মেদ, মীর সাকীর আহমেদ, মুক্তিযোদ্ধা জাহেদ আহম্মদ, প্রবাল কান্তি বড়ুয়া, অনামিকা তালুকদার, ফাহিম উদ্দিন আহমদ, জামেনা আক্তার, মো. আলাউদ্দীন, আয়েশা হক শিমু, ডা. মো. লোকমান, হাজী ফরিদ আহমদ প্রমুখ। ৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির কর্মকর্তারা হলেন, ডা. বাসু দেব দাশ সভাপতি, মীর সাকীর আহমেদ সহ সভাপতি,ডা. মো. লোকমান সাধারণ সম্পাদক, মাহবুবা চৌধুরী অর্থ সম্পাদক, এম এ মোনায়েম বাপ্পী সমাজসেবা ও সাংগঠনিক সম্পাদক, মো. আলাউদ্দীন ও অনামিকা তালুকদার কার্যকরী সদস্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকোরআন-সুন্নাহর শাশ্বত নির্দেশনার অনুসৃতির মাধ্যমে অবক্ষয়মুক্ত জীবন গড়া সম্ভব
পরবর্তী নিবন্ধআইনজীবী আলিফ হত্যাকাণ্ডের বিচার দ্রুত ট্রাইবুনালে স্থানান্তরের দাবি