নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সাতকানিয়া পুলিশের হাতে ধরা

সাতকানিয়া প্রতিনিধি | শনিবার , ৫ এপ্রিল, ২০২৫ at ৪:৩০ অপরাহ্ণ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের সাবেক সভাপতি ও থানার পলাতক এক আসামীকে পুলিশ গ্রেফতার করেছে।গত শুক্রবার (৪ এপ্রিল ) রাতে ওই ছাত্রলীগ নেতাকে সাতকানিয়া-বাশখালী সড়কের এওচিয়া এলাকার রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতার নাম,শফিকুর রহমান শামীম (২৫)। সে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তাতী পাড়ার ফারুক আহমদের ছেলে। এ ছাড়াও তিনি উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে ছিলেন এলাকাছাড়া।ঈদের তিন দিন পর পবিত্র ঈদুল ফিতর উদযাপন করার জন্য গোপনে ফুলতলা গ্রামে বোনের বাড়িতে বেড়াতে আসেন।বোনের বাড়ি থেকে গোপনে চলে যাওয়ার সময় পুলিশের হাতে গ্রেফতার হন।

জানা যায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে শামীম আত্মগোপনে ছিল।তার নামে সাতকানিয়া থানায় বিস্ফোরক মামলা রয়েছে। ওই মামলায় সে পলাতক ছিল। সর্বশেষ গতকাল শুক্রবার (৪ এপ্রিল) ঈদ উদযাপনের জন্য ফুলতলা এলাকায় বোনের বাড়িতে আসে।পরে সেখান থেকে চলে যাওয়ার সময় পুলিশ তাকে গ্রেফতার করেছে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম বিস্ফোরক মামলার পলাতক আসামী শামীমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধগতিরোধক বিট শঙ্কা বাড়াচ্ছে ডাকাতির, ৬ লেনের সড়কই সমাধান
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় আলোচিত শ্রমিকলীগ নেতা ডেম্পার খোরশেদ আটক