ব্যাটারি চালিত অবৈধ রিকশা বন্ধসহ ৯ দফা দাবিতে চট্টগ্রাম মহাগরী রিকশা মালিক পরিষদ ও চট্টগ্রাম মহানগরী রিকশা চালক ইউনিয়নের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবে গতকাল রবিবার বিকাল ৩টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টা এম এ কাদের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, মহামান্য সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশন গত ২০১৮ সালে ব্যাটারি চালিত রিকশাকে অবৈধ হিসাবে উল্লেখ করে ক্ষতিকর বিধায় বন্ধের জন্য নিদের্শ প্রদান করেন। কিন্তু এর পরও এখন পর্যন্ত শহরে ব্যাটারি চালিত রিকশার চলাচল বন্ধ হয়নি। এর ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা যেমন ঘটছে তেমনি প্যাডেল চালিত রিকশা মালিক-চালকরাও আয় কমে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এছাড়া কয়েক মাস আগেও স্বরাষ্ট্র মন্ত্রীও ব্যাটারি রিকশা চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেও মূলত দুয়েকদিন বন্ধ থাকার পর আবারো নগরজুড়ে দাপিয়ে চলাচল করে এসব রিকশা। সংবাদ সম্মেলনে ৯ দফা দাবিও উল্লেখ করেন নেতৃবৃন্দ। দাবি পূরণ না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারিও দেন নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টিটু মহাজন, চট্টগ্রাম মহানগরী রিকশা মালিক পরিষদ সভাপতি লায়ন মোঃ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, রিক্সা চালক ইউনিয়নের সভাপতি মোঃ নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ, মোঃ মোফাজ্জল আহমদ লেদু, মোঃ খুরশিদ কোম্পানি, মোঃ মিজানুর রহমান মোস্তফা, মোঃ তসলিম কোম্পানী, মোঃ আকতার হোসেন, মোঃ ইব্রাহিম, মোঃ আব্দুল হাকিম, মোঃ ইলিয়াস কোম্পানি, মোঃ সেকান্দর আলী, মোঃ আলাউদ্দিন কোম্পানি, মোঃ ইসরাফিল কোম্পানি, মোঃ মোখলেছুর রহমান, মোঃ ইমাম হোসেন রাজু, মোঃ বাদশা, মোঃ ইউসুফ, মোঃ ইউসুফ, মোঃ মঈন, মোঃ জসু, মোঃ হাসান প্রমুখ নেতৃবৃন্দ।