লোহাগাড়ায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ রাখায় মো. আবদুল কাদের (৩২) নামে ১ ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আদায় করা হয়েছে ২০ হাজার টাকা জরিমানা। জব্দ করা হয়েছে ৬১০ কেজি শপিং ব্যাগ। গতকাল রোববার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের স্কুল রোডস্থ এক গোডাউনে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন। দণ্ডপ্রাপ্ত আবদুল কাদের সাতকানিয়া উপজেলার বারদোনা খিতা মোল্লা পাড়ার মো. আবদুল জব্বারের পুত্র। অভিযানে সাথে ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সল। উপজেলা প্রশাসনের কর্মকর্তা–কর্মচারী ও থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ রাখায় ১ ব্যক্তিকে জরিমানা আদায়সহ কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে ৬১০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া একইদিন চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২টি যানবাহনের ৪টি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। পরে প্রতিটি যানবাহনকে পৃথক ২টি মামলায় ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।