নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা শিবু গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ৫ অক্টোবর, ২০২৫ at ৫:৩৩ পূর্বাহ্ণ

নগরীর এনায়েত বাজার এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম শিবু প্রসাদ চৌধুরী। তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য এবং যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী হিসেবে পরিচিত। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম আজাদীকে বলেন, শিবু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় খুনসহ বিভিন্ন ক্ষেত্রে দায়ের হওয়া ৫টি মামলার আসামি। এনায়েত বাজারে অবস্থান করছেএমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন : শি জিনপিং
পরবর্তী নিবন্ধবাংলাদেশ মানবপাচার- বিরোধী পদক্ষেপ জোরদার করেছে