নগরীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল গণমাধ্যমে পাঠানো সিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলো–মো. সাইদুল ইসলাম (২৮) হালিশহরের রতন ব্যাপারীর ছেলে, হাছান মুরাদ চৌধুরী রিমন (২৯) ডবলমুরিং থানার আব্দুল গোফরানের ছেলে ও মো. নুরুল হুদা (৫৭) হালিশহর থানার আবুল বশরের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিরা সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা ডবলমুরিং এলাকায় মিছিলের ঘটনায় জড়িত ছিল।