নিশ্চিত পরাজয় জেনে সন্ত্রাসীদের জড়ো করছে বিএনপি

আ. লীগের প্রেস ব্রিফিংয়ে কামাল হোসেন

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৫ জানুয়ারি, ২০২১ at ৮:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি নিশ্চিত পরাজয় জেনে অরাজকতা সৃষ্টির জন্য শিবির ও বিএনপির সন্ত্রাসীদের জড়ো করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। গতকাল রোববার রাতে নগরীর বহদ্দারহাটে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন।
তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে। ক্ষমতা পরিবর্তনের পথ হচ্ছে নির্বাচন। আমরা জনগণের রায়কে মেনে নিতে চাই। কিন্তু পরাজয় নিশ্চিত জেনে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, নির্বাচনে মানুষের মাঝে ভীতি সৃষ্টি করার জন্য বিএনপি প্রার্থী জামায়াত-শিবির ও বিএনপির সন্ত্রাসীদের জড়ো করছে। প্রশাসনকে আহ্বান জানাব তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।
কামাল হোসেন বলেন, আমরা চাই একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচন হোক। সন্ত্রাসী কর্মকাণ্ড করে মাস্তান দিয়ে কেউ নির্বাচনে টিকে থাকতে পারে না। আমরা চাই একটি সুষ্ঠু, উৎসবমুখর নির্বাচন হোক। কিন্তু দেখা যাচ্ছে জনগণ থেকে বিচ্ছিন্ন একটি দল বিএনপি ভালো নির্বাচনী পরিবেশকে নষ্ট করার জন্য তাদের মিত্র জামায়াত-শিবির ও বিএনপির সশস্ত্র ক্যাডারদের জড়ো করছে নির্বাচনের আগের দিন একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করার জন্য।
তিনি বলেন, বিএনপির তাদের ষড়যন্ত্র বাস্তবায়নের লক্ষ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে যাচ্ছে। কারণ বিএনপি বুঝে গেছে, চট্টগ্রামের
জনগণ জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ও পরীক্ষিত বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। পরাজয় নিশ্চিত জেনেই তারা সশস্ত্র সস্ত্রাসের দিকে যাচ্ছে।
ইভিএম নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ইভিএম হচ্ছে একটি ডিজিটাল পদ্ধতি। এখানে জোর করে একজনের ভোট আরেকজন দিতে পারে না। যার ভোট তাকেই দিতে হবে। সেই ইভিএম পদ্ধতিকেও বিএনপি বিতর্কিত করার চেষ্টা করছে। তিনি বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এত দুর্বল না। তাই আমরা নির্বাচন নিয়ে শঙ্কিত নই।
ব্রিফিংয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ১৭ বছর আগে পতেঙ্গায় বাসে নারীকে গণধর্ষণে দুইজনের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধএই মৌসুমে শৈত্যপ্রবাহ আর আসবে?