নিশি মুখ হতে সুবাস বিলিয়ে

অভি দাশ লাভলু | সোমবার , ২১ অক্টোবর, ২০২৪ at ১১:৩৮ পূর্বাহ্ণ

ক্লান্ত দিনটা ফুরিয়ে গেলে আমার নামে আর প্রদীপ জ্বেলে প্রতিক্ষা করো না। আমি শেষ ট্রেনে ফিরে গেছি ঠিকানা বিহীন গন্তব্যে। টেবিলে ভাত বেড়ে, মেলা হতে কিনে আনা মাটির গ্লাসটাতে জল ভরে রেখো না। ফেরা হবে না, আমার লক্ষ্মীর রান্না খেতে। ঘরের কোণের পূর্ব পার্শ্বে আমাদের ছোট্ট বাগানে একটা শিউলি ফুলের গাছ লাগিও। নিশি মুখ হতে সুবাস বিলিয়ে খুব ভোরে ঝরে পড়বো তোমারি গায়ে।

পূর্ববর্তী নিবন্ধকালীরবাজার রাস্তাটির সংস্কার চাই
পরবর্তী নিবন্ধমাননীয় প্রধান উপদেষ্টার কাছে জনগণের প্রত্যাশা