বীর মুক্তিযোদ্ধা মরহুম আহম্মেদ হোসেনের প্রথম কন্যা এবং বীর মুক্তিযোদ্ধা ও ধলঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক আহমেদের স্ত্রী, দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নিলুফার জাহান বেবী গতকাল বৃহস্পতিবার দিনহত রাতে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে ……. রাজেউন)। তিনি স্বামী, ১ পুত্র, ৩ কন্যা, জামাতা ও নাতী–নাতনীসহ আত্মীয়–স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি চেমন আরা তৈয়ব, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, সেক্টর কমান্ডার্স ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, পটিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, সাবেক কাউন্সিলর আবিদা আজাদ, জাতীয় মহিলা সংস্থা জেলা কর্মকর্তা শাহানা পারভীন প্রমুখ। তারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।